যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাঙালি জাতির গৌরব ২১ শে ফেব্রুয়ারি,এসোসিয়েশন আফ বাংলাদেশী স্টুডেন্টস ইন বেলজিয়াম কর্তৃক এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে (ABSB) পালন করা হয়। প্রতিবছরের মত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি ইউরোপের রাজধানী ব্রাসেলস শহরের( আন্তর্জাতিক মাতৃভাষ দিবসের জন্য সরকার কর্তৃক নির্ধারিত স্থান) Place Cours Gordon Bruxelles Ixelles এ অনুষ্ঠিত হয়। ৫২’র ভাষা আন্দোলন, ভাষা শহীদদের আত্মত্যাগ ও মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করতে উক্ত অনুষ্ঠানটিতে বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মরত সকলে উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানটিতে বেলজিয়ামস্থ বাংলাদেশী সক্রিয় সংযোগগুলি যথাক্রমে. “বর্ন মালা” ” গ্রেট সিলেট জালালাবাদ ওয়েল ফেয়ার এসোসিয়েশন” ” ” এসোসিয়েশন আফ বাংলাদেশী কমিউনিটি ইন বেলজিয়াম (ABCB),” ” বেলজিয়াম আওয়ামীলীগ”. ” বেলজিয়াম যুবলীগ ” অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।
- Post author:absbbelgium
- Post published:21/02/2023
- Post category:Events / General
- Post comments:0 Comments