ইফতার মাহফিল।
প্রিয় সহযোদ্ধা, আস সালামু আলাইকুম। আগামী ১৮ ই এপ্রিল ২০২২ রোজ সোমবার বিকাল ৮ ঘটিকায় এসোসিয়েশন অফ বাংলাদেশী স্টুডেন্টস ইন বেলজিয়াম এর
২১শে ফেব্রুয়ারী ২০২২ উদযাপন।
বেলজিয়াম প্রবাসি ভাই ও বোনেরা আস সালামু আলাইকুম।আপনারা অবগত আছেন যে বেলজিয়াম বাংলাদেশ কমিউনিটির পক্ষে এসোসিয়েশন অফ বাংলাদেশী স্টুডেন্ট ইন বেলজিয়াম (এবিএসবি)
২১শে ফেব্রুয়ারী ২০২২ উদযাপন।
বেলজিয়াম প্রবাসি ভাই ও বোনেরা আস সালামু আলাইকুম।আপনারা অবগত আছেন যে বেলজিয়াম বাংলাদেশ কমিউনিটির পক্ষে এসোসিয়েশন অফ বাংলাদেশী স্টুডেন্ট ইন বেলজিয়াম (এবিএসবি) প্রতি বছরই স্থায়ী জায়গায় অস্থায়ী ভাবে শহীদ মিনার নির্মাণ করে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী ২১শে ফেব্রুয়ারী ২০২২ রোজ সোমবার সকাল ৮ঃ০০ থেকে দুপুর ১ঃ০০ পর্যন্ত শহীদ মিনারে পুস্প অর্পনের সময় নির্ধারণ করা হয়েছে। আপনাদের সকলের উপস্থিতি আমাদের একান্ত কাম্য। স্থানঃ (Cours Gordon Bennett,Ixelles)Chaussee De Boitsfort 15, Ixelles-1050,Brussels, Belgium
Get together program with new students
Dear ex-students and new students we have arranged a program with new students in Brussels.